উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মীর হাবিবুর রহমান, উপদেষ্টা আল ফেরদাউস,কার্যকরী পরিষদের সান্মানিত সদস্য মেজবাউল ইসলাম বাবু, সহসভাপতি এমদাদ হোসাইন খান, সহসভাপতি মোহাম্মাদ হারুন, সহসভাপতি এ কে এম মহিবুর রহমান (বাদল), হাবিবুর রায়হান শহীদ, মোহাম্মদ শহিদুর রহমান (তানিম),ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, আবুল কালাম আজাদ, আজাদ মোল্লা, ফারুক খান, মামুনুর রশিদ, ওবায়দুর রহমান, দেলোয়ার হোসেন, বজলু সরকার, শামীম হোসেন সহ সংগঠনের সকল নেত্রীবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন লকিত উল্লাহ উকিল, রাব্বির হাসান, মিজানুর রহমান, বিল্লাল আমিন, প্রফেসর শাহাদাত হোসেন সহ লন্ডনস্থ বাঙালি কমিউনিটির ও সামাজিক সংগঠনের সন্মানিত নেতৃবৃন্দ। পরিশেষে জনাব আল ফেরদাউস, হারুন মোহাম্মদ, হাবিবুর রায়হান শহীদ সহ ইউকেতে বসবাসরতো সকল মাদারীপুরের হজ্ব যাত্রীদের এবং মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।
মাদারীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের 'হজ্ব বিষয়ক আলোচনা ও দোআ মাহফিল অনুষ্ঠিত
- Aug 15 2018
লন্ডন ডেস্ক :: মাদারীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডনের বালাম স্ট্রীটের কোয়ালিটি লার্নিং সেন্টারে এক 'হজ্ব বিষয়ক আলোচনা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয় । সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কামাল হোসনের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচলনায় হজ্ব বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্ব পূর্ণ আলোচনা করেন বিশিষ্ট আলেম ‘লন্ডন হাফস একাডেমির’ প্রিন্সিপাল মাওলানা নাজমুল আলম । ব্রিটেন বেড়ে উঠা নতুন প্রজন্মের মধ্যে হজ্জের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে বাচ্চাদের দিয়ে হজ্জ বিষয়ের গুরুত্বপূর্ণ হাদিস ও কোরানে পাকের তেলোয়াত করানো হয়। অনুষ্টানে প্রায় ২০ থেকে ২৫ জন আগামী বছর এবং ২৫ থেকে ৩০ জন তার পরের বছর পবিত্র হজ্জ পালনের নিয়েত করেন।